বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার পরিদর্শন চুড়ান্ত ফলাফল প্রকাশ

মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার পরিদর্শন চুড়ান্ত ফলাফল প্রকাশ

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার পরিদর্শন ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারী-২০২৫ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ।

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানে মুন্সীগঞ্জ জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারী-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে অদ্য ২২ মে বিকাল ১৫.৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল অভিনন্দন জানান।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নারায়নগঞ্জ ও জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) নরসিংদী মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ২০ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৪১ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। তাদের মধ্য থেকে ১৪৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় তন্মধ্যে ২০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে মুন্সীগঞ্জ জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn