বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জ তিতাস গ্যাসের অফিসে দুর্নীতি ও ঘুষ না দিলেই সিন্ডিকেটের হয়রানি

মুন্সিগঞ্জ তিতাস গ্যাসের অফিসে দুর্নীতি ও ঘুষ না দিলেই সিন্ডিকেটের হয়রানি

 

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ব্যবস্থাপকের কার্যালয়ে অনিয়ম দুর্নীতি ও ঘুষ না দিলেই সিন্ডিকেটের নানা হয়রানির অভিযোগ উঠেছে।

রাজনৈতিক সুকৌশলে দালালের মাধ্যমে অবৈধ চোরাই গ্যাস সংযোগ দিয়ে পরে এ সংযোগ বিচ্ছিন্ন করে গ্রাহকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের কর্তৃপক্ষ নেই অভিযানের ব্যবস্থা ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তিতাস গ্যাসের অফিসে বৈধ লাইন পেতে হয়রানির শিকার হলেও পয়সা দিয়ে অবৈধ লাইন পেতে গ্রাহকদের ভোগান্তি তেমন হয় না।

অনুসন্ধানে দেখা যায় মাটির ওপর দিয়ে প্লাস্টিকের পাইপ, জরাজীর্ণ লোহার পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নেওয়া হয়েছে গ্যাসলাইনের সংযোগ। লাইন কাটার পরে আবার টাকার বিনিময়ে সংযোগ দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।

উধ্বর্তন বিভাগীয় কমিশনার কর্মকর্তারা জানান, তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং নিয়মিত উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায়।

এবিষয়ে কথা বলার জন্য গ্যাস কর্তৃপক্ষদের দিন যায় মাস যায় মেলে না সেবা ও ঠিকমত অফিসেও মেলে না কর্মকর্তাদের দেখা জনগণের নেই কোন সেবা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn