শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে পারিবারিক ঘটনায় স্বামীর হাতে স্ত্রী খুন গ্রেপ্তার করেছে পুলিশ

মুন্সিগঞ্জে পারিবারিক ঘটনায় স্বামীর হাতে স্ত্রী খুন গ্রেপ্তার করেছে পুলিশ

 

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে সুজন মোল্লা নামের এক যুবক। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাত স্বামী সুজন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে গ্রেফতারকৃত সুজন মোল্লা

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে স্বামী সুজন মোল্লা ও স্ত্রী সেলিনা বেগমের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির একপর্যায়ে স্বামী সুজন স্ত্রী সেলিনাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি মুন্সিগঞ্জ সদর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিনা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে রাতেই অভিযান চালিয়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় থেকে রাত দেড়টার দিকে ঘাতক স্বামী সুজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে পারিবারিক কলহের কারণে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী স্বামীকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn