
মুন্সিগঞ্জে নুরপুর এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ থানায় জিডি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নুরপুর ৩নং ওয়ার্ডের মোঃ মহিউদ্দিন আহমেদ ওরফে লিটন (৪১) নামে একব্যক্তি নিখোঁজ বিজ্ঞপ্তি। এঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ বুধবার নুরপুর এলাকা থেকে সকাল নয়টা ত্রিশে বাসা থেকে বের হয়ে যান পরে তিনি আর বাসায় ফিরেননি এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি বলে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। আজ ১২ এপ্রিল মাস পর্যন্ত বাড়িতে ফিরেননি বলে জানান তার স্ত্রী শাহানাজ বেগম।
নুরপুর এলাকা থেকে আমার স্বামী বাসা থেকে বের হওয়ার সময় নিখোঁজ পরিহিত ছিলেন ব্লু কালারের পাঞ্জাবি, টুপি ও তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি রয়েছে বলে জানান তার পরিবার।
জিডি নং (৬৮) ০২/০৪/২০২৫ইং উল্লেখ্য কেউ তাকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০১৮৬০৩২৮৬২১ (শাহানাজ বেগম)
মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত ওসি সজীব দে বলেন, একটি সাধারণ ডায়েরি পেয়েছি বিষয়টি তদন্ত চলছে।