বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুর্ণিমা নানা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুর্ণিমা নানা অনুষ্ঠিত

 

মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু, অতীশ দীপঙ্করের জন্মভিটায় নানা আনুষ্ঠানিকতায় মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার ১১ মে সকাল ১০টার দিকে সদরের বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের পরিচালনায় এজন্মভিটায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উদযাপন অনুষ্ঠান করা হয়।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে জগতের সব প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ,ফলে স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বুদ্ধ-ভক্তরা।

বৈশাখ মাসের দিনটি উৎযাপনে বৌদ্ধরা দেশের বিভিন্ন স্থানে বুদ্ধপূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ,সমবেত প্রার্থনা করেন। এছাড়াও বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় সভার আয়োজিত করা হয়।

অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের বলেন, গৌতম বুদ্ধ রাজপুত্র হলেও সমস্ত বিলাসিতা ত্যাগ করেন। সংসারের মায়া তাকে আবদ্ধ করতে পারেনি। তার কাছে জাতি, শ্রেণি ও গোত্রের কোনও ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপেই মূল্যায়ন করতেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn