সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে: পুলিশ

মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে: পুলিশ

প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ ৩০ নভেম্বর শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন দেশের জনপ্রিয় এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যান।
ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ। জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে সাংবাদিক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা কে পুলিশ ছেড়ে দেওয়ায় বাংলাদেশ পুলিশ ও সরকারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, একজন সাহসী ও খ্যাতিমান সাংবাদিককে মিথ্যা মামলায় আটক করলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হতো। দেশের এ সময়ে সাংবাদিক মুন্নী সাহা কে আটক না করে পুলিশ ছেড়ে দিয়ে প্রসংশনীয় কাজ করছেন। তিনি আরও বলেন, আটক অন্যান্য সাংবাদিকদেরও অবিলম্বে মুক্তি দিতে হবে। স্বাধীন গণমাধ্যমে গড়তে সকল আটক সাংবাদিকদের নি:শর্ত মুক্তি চাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn