
মুঠোফোনে এবং ডাটা ছাড়া ব্যবহার করা যাবে “our fattikchhari” তথ্য অ্যাপ – নির্মাতা মুন্না
ফটিকছড়ির মানুষের জীবনমান সহজ ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে “Our Fatikchhari” আ্যাপ যা ডাটা ছাড়া ব্যবহার করা যাবে।

আ্যাপটি নির্মাণ করেছেন মোঃ মুন্না। ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে তার বাড়ি। মুন্নার ছোটকাল থেকে স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু করবে।
কৃষক, শ্রমিক, দিনমজুর, চাকুরীজীবি সহ বিশেষ করে ওই এলাকা গুলোতে কৃষি নির্ভর ও চা-শ্রমিক বেশি।
আর এসব মানুষদের অনলাইন প্লাটফর্মে আনার চেষ্টা করে চলেছে এই মুন্না।
বিশাল এ ফটিকছড়িতে ২ পৌরসভা এবং ১৮ টি ইউনিয়ন রয়েছে। ফটিকছড়ি চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা। এখানে রয়েছে ১৮ টি চা বাগান এবং এশিয়ার অন্যতম বৃহৎ রাবার বাগান। রয়েছে বিভিন্ন নান্দনিক ভ্রমণ স্পট। জনসংখ্যার দিক দিয়ে প্রায় সাড়ে ৬ লাখ মানুষের বসবাস ফটিকছড়িতে।
এ উপজেলায় বাংলা শিক্ষার পাশাপাশি কওমি, কাদেরিয়া, আলিয়া শিক্ষারও পরিবেশ রয়েছে যা সব সময় ফটিকছড়ির মানুষদের আলো দিয়ে যাচ্ছে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরি হয় মুন্নার মত স্বপ্নবাজ তরুণ। মুন্না তার স্বপ্ন পূরণ করতে এইচএসসি পাস করে ঢাকার একটি আইটি প্রতিষ্ঠানে প্রোগ্রামিং বিষয়ে পড়ালেখা করছেন।
মুন্নার স্বপ্ন বাস্তবে রূপ দিতে তৈরি করেন “Our Fatikchhari” নামক একটি অ্যাপস।অ্যাপসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০২৩ সালের জুলাই মাসে।
জানতে চাইলে মুন্না বলেন, ফটিকছড়ির মানুষের জীবনমান আরো সহজ, আধুনিক ও উন্নত করার লক্ষে, প্রয়োজনীয় সবকিছু একসাথে পেতে “Our Fatikchhari” অ্যাপসটি নির্মাণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহর পর্যায়ের প্রতিটা মানুষের প্রয়োজনীয় সকল সার্ভিস এবং তথ্য আ্যাপে যুক্ত করা হয়েছে। বিভিন্ন দুর্যোগে, নেটওয়ার্ক জনিত ত্রুটি বা অন্যান্য সমস্যার কারণে মানুষের প্রয়োজনে আ্যাপসটি ইন্টারনেট কানেকশন ছাড়া (ডাটা বিহীন) সার্ভিস প্রদান করবে যেন অনাকাঙ্ক্ষিত যে কোন ঘটনা থেকে মানুষ রক্ষা পেতে পারে।
মুন্না জানান, প্রান্তিক পর্যায়ের মানুষ এই আ্যাপ থেকে তাদের প্রয়োজনীয় সকল তথ্য এবং সুবিধা পাবে। যেমন- ব্লাড ডোনেশন, বিশেষজ্ঞ ডাক্তার, ফায়ার সার্ভিস, হসপিটাল, এ্যাম্বুলেন্স, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিচিতি, জাতীয় হেল্পলাইন, সিটিজেন চার্টার, সরকারি দপ্তর, ই-সার্ভিস, আইন শৃঙ্খলা কর্মকর্তা, ইতিহাস ও সংস্কৃতি, পরিবহন সার্ভিস সহ সর্বমোট ২৫ ধরণের গুরুত্বপূর্ণ তথ্য এবং সেবা সমূহ পাবে।
অ্যাপটি সামাজিক আ্যাপস যেখানে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা পাবে।
বহুল প্রতিক্ষিত “Our Fatikchhari” অ্যাপসটি গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে। মুন্না বলেন, তাই আর দেরি না করে এখনই ডাউনলোড করে নাগরীক তথ্য সেবা নিতে পারবেন সবাই।
প্লে স্টোরে “Our Fatikchhari” বা “Fatikchhari” লিখে সার্চ করলে আ্যাপসটি পাওয়া যাবে।