
নয়াদিল্লী থেকে আর্য বড়ুয়া : অনেকদিন ধরেই বাংলাদেশ বুদ্ধ বিহার দুর্নাম শুনে আসছিলাম, বিহারটিকে কিছু মুখোশ ধারি বৌদ্ধ ভিক্ষুদের মদ গাঁজার আড্ডা বানিয়ে ফেলেছে ! কিন্তু নূন্যতম তথ্য প্রমাণের অভাবে চুপ ছিলাম । কিন্তু গত রাতের ঘটনাটি শোনা ও দেখার পর আমি আর চুপ থাকতে পারছি না । শুধু বাংলাদেশ বিহারই নয় পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশ কিছু বুদ্ধ বিহারে যেগুলো কিনা বড়ুয়াদের দ্বারা পরিচালিত সেইসব বুদ্ধ বিহার গুলিতে মুখোশ ধারি বৌদ্ধ সন্ন্যাসীরা দিনের পর দিন দুঃশীল আচরণ করে আসছে ! চোরের মত রাতে খাওয়া তো আছেই তার থেকে ভয়ঙ্কর ব্যাপার বিহারের মধ্যেই তারা দিব্বি মদ গাঁজা খাচ্ছে ! বিহারের বাইরে একের অধিক নারীদের সঙ্গে রাসলীলা করে বেড়াচ্ছে ! আমার মনে হয় এই সব নোগ্রামী অসভ্যতামির বিরুদ্ধে আমারদের রুখে দাঁড়ানোর সময় এসে গেছে । কারা কি করবে জানি না ,কিন্তু যেই সকল বৌদ্ধ ভিক্কুর নূন্যতম বিবেক এখানো বেচে আছে , আমি তাদের বলছি ইমিডিএট মুখোশ ধারিদের আপনারা চিহ্নিত করে কাপড় খুলিয়ে বিদায় করুন ,নইলে পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে ।
আমি ও আমার মত যারা কিনা বৌদ্ধ ধম্মের উন্নতি চায় সেই সকল বৌদ্ধ উপাসক উপাশিকাদের সঙ্গে নিয়ে কি করবো সেটা আগামীদিনে বুঝতে পারবেন যদি না এখনই সাবধান না হন ।
আর্য বড়ুয়া, নতুন দিল্লি