রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুক্ত আমিশা

জামিনে মুক্ত হলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। আড়াই কোটি টাকা জালিয়াতির অভিযোগে দেড় বছর আগে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন প্রযোজক অজয় কুমার সিংহ।
অভিযোগে উল্লেখ ছিল, ‘দেশি ম্যাজিক’ নামে একটি সিনেমা নির্মাণের কথা বলে আমিশা এই বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন; কিন্তু সিনেমা নির্মাণ করেননি। এমনকি টাকা ফেরত চাওয়ার পর তিনি যে চেক দিয়েছিলেন, সেটিও বাউন্স হয়েছে।
এ নিয়ে বারবার সমন পাঠানো সত্ত্বেও আমিশা ও তাঁর আইনজীবীর কেউই আদালতে হাজিরা দেননি। এমন আচরণে এক পর্যায়ে সমন জারি করেন রাঁচির সিভিল আদালত। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি মুখ ঢাকা দিয়ে আদালতে হাজিরা দেন আমিশা। জামিনও পেয়ে যান। এদিকে দীর্ঘদিন পর ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আমিশার নতুন ছবি ‘গদর-২’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn