
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগ প্রতিষ্ঠাবার্ষিকী, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণ – যুবকদের দায়িত্ব নিতে হবে : ড. অনুপম সেন
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নগরীর হোটেল সৈকতের হলরুমে অনুষ্ঠিত হয় সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, শপথানুষ্ঠান, কৃতী শিক্ষার্থী – গুণীজন সম্মাননা ও জাতীয় বৌদ্ধ যুব সম্মেলন ২০২৩।
দুই পর্বের অনুষ্ঠানের মধ্যে সকালে যুব সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট সমাজবিজ্ঞানী
ড. অনুপম সেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একুশে টেলিভিশনের সিইও পীযুষ বন্দোপাধ্যায়।
প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, আজকের তরুণ – যুবকদের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর দেশ ও জাতি। যুবকদের হাত ধরে আগামীর বাংলাদেশ নির্মিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তাই তরুণ – যুবকদের দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। যুবকদের সাহসীকতায় ও কর্মকান্ডে এগিয়ে যাবে আগামীর চতুর্থ শিল্প বিকাশের বিশ্ব।
প্রধান আলোচকের বক্তব্য পীযুষ বন্দোপাধ্যায় বলেন, যুবকদের শক্তি অদম্য শক্তি। যুবকরা চাইলে বদলে দিতে পারে বিশ্ব।সটিক সিদ্ধান্ত নিয়ে যুবকদের দায়িত্ব নিতে হবে কেমন বিশ্ব চাই এবং কেমন বাংলাদেশ চাই।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, যুবকদের শক্তিতে শক্তিমান জাতি। অদম্য শক্তিতে বলিয়ান যুবকদের নেতৃত্বেই এগিয়ে যাবে আগামী বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুবর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রাক্তন মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক উৎপল চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক ডক্টর সৌমেন বড়ুয়া।
দ্বিতীয় পর্বে শপথানুষ্ঠান, কৃতী শিক্ষার্থী–গুণীজন সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি ছিলেন
কনফিডেন্স সিমেন্ট লি. এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। সভাপতিত্ব করেন যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। শেষে টিভি ও বেতার শিল্পী এবং যুব পরিষদ শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে সাংস্কতিক অনুষ্ঠান।