বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মুকসুদপুরে আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস উদযাপিত

মুকসুদপুরে আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস উদযাপিত

মুকসুদপুর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন,উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন শেখ,
উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার নাজনীন জাহান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,
উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান
,উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।
এবছর অনুষ্ঠানে”জয়িতা অন্বেষণে বাংলাদেশ”
কার্যক্রমের আওতায় জয়িতা সম্মাননা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জ্যাকলিন মালা বিশ্বাস,
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী অনামিকার বালা এবং সমাজ উন্নয়ন ক্ষেত্রে অর্জনকারী নারী জোসনা রানী বাড়ৈ মোট ৩জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভার পূর্বে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের নেতৃত্বে একটি রেলি উপজেলা শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn