
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৬ষ্ট বার্ষিকী ওরশ শরীফর মহান ১৬ আশ্বিন উপলক্ষে এক প্রস্তুতি সভা ১ সেপ্টম্বর ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ পরিচালনা কমিটির সভাপতি আওমীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে ও সৈয়দ নাজমুল হুদা ইয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মীর শফি উল্লাহ,মোহাম্মদ ইউনুচ,বটন কুমার দে,মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল ইসলাম,রেজাউল করিম লিটন,মওলানা মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ আজগর আলি,মোহাম্মদ হারুন,আলি নেওয়াজ,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,নাজিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন আবু বকর।
দেশ ও বিশ্বের শান্তি এবং সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন,মাইজভাণ্ডার দরবার শরীফস্থ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার পরিচালক হাফেজ মওলানা আবুল কালাম।
ওরশ শরীফ উপলক্ষে রওজা শরীফ গোসল,কোরআন খতম, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়।
উল্ল্যেখ্য আগামী ১ অক্টোবর মহান ১৬ আশ্বিন বার্ষিক ওরশ শরীফ রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।