বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

মীরস্বরাইয়ে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ক্রীড়া সামগ্রী পেল ৪ শিক্ষা প্রতিষ্ঠান

মীরস্বরাইয়ে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ক্রীড়া সামগ্রী পেল ৪ শিক্ষা প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ের রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়কে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করে। ১১ জুলাই, ২০২৩ মঙ্গলবার সকালে ট্রাস্টের সেক্রেটারী সাদমান বিন কবির এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট বেট, ভলিবল, ফুটবলসহ বিভিন্ন খেলার সরঞ্জাম প্রদান করে।

ট্রাস্টের প্রতিনিধি মোবারক হোসেন তারেক ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, কিছমত জাফরাবাদ মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মারূফ মডেল স্কুল এন্ড কলেজে এসব সামগ্রী প্রদান করেন বলে জানা যায়।

উল্লেখ্য যে, একসময়কার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রিদোয়ান কবিরের নামে পরিচালিত এই ” রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট “।

ট্রাস্টের সেক্রেটারী মরহুম রিদোয়ান কবিরের জ্যেষ্ঠ সন্তান সাদমান বিন কবির জানান, তাঁর বাবা জীবদ্দশায় এলাকার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি একজন দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী ও জনপ্রিয় ফুটবলার ছিলেন। এছাড়া তিনি সবসময় এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক পরিমন্ডলের উন্নয়নে নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। তাঁর নামে গড়া এ ট্রাস্ট এসব কাজের মাধ্যমে তারই ধারাবাহিকতা বজায় রাখছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn