
এতদিন মীরসরাই পৌরসভা ছিলো ২য় শ্রেণীর পৌরসভা। গত ১৪ মে, ২০২৩ খৃ. এ পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা থেকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার বিগত ৩১/০৫/২০১১ খ্রিঃ তারিখের ৮১১নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার মীরসরাই পৌরসভাকে “খ” শ্রেণি হতে “ক”শ্রেণির পৌরসভায় উন্নীত করল। মীরসরাই পৌরসভার বর্তমান মেয়র গিয়াস উদ্দিন মহোদয় বলেন – মীরসরাই পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে মীরসরাই পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।