
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের সুনিপুন নির্দেশনায় ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই পৌরসভার ০৫নং ওয়ার্ড এর তারা কাটিয়ায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর চট্টগ্রামগামী গ্রীনলাইন যাত্রীবাহি এসি বাস ( ঢাকা মেট্রো-ব-১৫-৪৪০১) তল্লাশী করে ০৭ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ আসামী পারভেজ উদ্দীন ( ৩০ ) ও সাহাব উদ্দীন প্রকাশ সাদ্দাম ( ২৯ ) কে গ্রেফতার করা হয় এবং উপস্থিতিদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করা হয়। ১২ জুন, ২০২৩ ০৭.৪৫ ঘটিকায় এসআই(নিঃ)/মোঃ আলআমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।পৃথক আরেকটি অভিযানে একই স্থানে চট্টগ্রামগামী সিডিএম ট্রাভেল্স যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৩৫) তল্লাশী করে ০৭ কেজি গাঁজাসহ আসামী রহমত উল্যাহ্ ( ১৯ ) নামক রোহিঙ্গা শরনার্থীকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত জনতার সম্মুখে জব্দতালিকা করা হয়। উভয় ঘটনায় মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে।