
মীরসরাই উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ ওরফে চাঁদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২জুন, ২০২৩ সোমবার বিকেলে মীরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। মীরসরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুলসুমা চম্পার সভাপতিত্বে এসময় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিনা পারভীন হোসেন, হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের সদস্য এডভোকেট ফাতেমা নার্গিস হেলনা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লিজা আক্তার, জাহেদা বেগম, নুরহাজান বেগম ও লাকী আক্তার। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ ওরফে চাঁদের যথোপযুক্ত বিচারের দাবী জানান।