
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ভারতে অনুষ্ঠিতব্য মিড-ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এটি বেসামরিক ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ৮ম “ মিড-ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রাম।
৮ মে থেকে ১৯ মে ২০২৩ খৃ. চলমান ১১দিন ব্যাপী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত একটি প্রশিক্ষণ অনুষ্ঠান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশী প্রশিক্ষণ বিভাগের সিনিয়র সহকারী সচিব শিমুল আক্তার স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, বাংলাদেশ থেকে বেসামরিক প্রশাসনের ৪৫ জন কর্মকর্তাকে মিড-ক্যারিয়ার ট্রেনিংয়ের জন্য মনোনীত করা হয়েছে । সেই তালিকানুযায়ী মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন গত ৬ মে এই ট্রেনিংয়ে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতে অবস্থানকালীন মীরসরাই উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য যে, মাহফুজা জেরিন ৩৪ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে গত ১১ ডিসেম্বর মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। প্রায় ৪ মাস হলো তিনি দায়িত্ব নিয়ে এসেছেন, এসময় তিনি অত্যন্ত সুদক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে নিজেকে সম্মানের আসনে সমাসীন করতে সক্ষম হয়েছেন।