শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মীরসরাইয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৮মে সোমবার দুপুরে শামসুল আলম হকসাব (৫৫) নামের ও-ই আসামীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে কোতয়ালী থানা পুলিশের সহায়তা নিয়ে মীরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার কমরআলী মুহুরী বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত শফিউল্লাহ। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের উপর ভিত্তি করে আসামী শামসুল আলমকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। ২টি মামলার এই আসামী চট্টগ্রামের কোতয়ালী এলাকায় গা ঢাকা দিয়ে ছিলো। থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, শামসুল আলমের ২টি মামলার একটির সাজা হয়েছে, আরেকটির ওয়ারেন্ট মূলতবি আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn