শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে শেষ বিদায়ের বন্ধু’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবকদেরর মাঝে ঈদ উপহার বিতরণ

করোনাকালিন সময়ে যখন চরম ক্রান্তিকাল চলছে তখন দাফন কাফনের জন্য প্রতিষ্ঠিত মানবিক সংগঠন ” শেষ বিদায়ের বন্ধু ” সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের প্রধান কার্যালয়ে গত ১৮ এপ্রিল, ২০২৩ ( মঙ্গলবার ) ইফতার মাহফিল ও করোণার সময়ে মৃত ব্যাক্তির গোসল সেবায় নিয়োজিত পুরুষ ও মহিলা টিমের সদস্যদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান ও সংগঠনের সমন্বয়ক নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য ইব্রাহিম খলিল ভূঁইয়া, সংগঠনের ধর্ম বিষয়ক সমন্বয়ক ও দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শোয়াইব, সংগঠনের ট্রেজারার ও মীরসরাই উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন এবং মীরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাঈন উদ্দিন।
এসময় উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সদস্য সলিম উল্ল্যাহ, মীরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইউসুফসহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শেষ দিকে ” শেষ বিদায়ের বন্ধু ” সংগঠনের দাফন ও মৃত ব্যক্তির গোসল সেবকদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন নয়দুয়ারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর উল্ল্যাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn