
চর্ম ও যৌন রুগীদের চিকিৎসা প্রদান কল্পে মীরসরাইয় উপজেলার জোরারগঞ্জ থানাধীন তেমুহানী ও মুরাদপুরে এক ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর সুস্বাস্থ্য কামনায় ফারুক আহাম্মদ চৌধুরীর ব্যবস্থাপনায় ২১ এপ্রিল, ২০২৩ রোজ শুক্রবার এই ক্যাম্পটি পরিচালিত হয়। উপজেলার জোরারগঞ্জ থানাধীন আবুরহাট বাজারের নিকটস্থ তেমুহানী আব্দুল কাদের মাস্টার বাড়ি প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পটির কার্যক্রম সম্পন্ন হয়। দিনব্যাপী পরিচালিত উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে তেমুহানী, মুরাদপুর, কাজী গ্রাম, ভূইয়া গ্রাম, মুন্সি গ্রাম, গোডাতলী, জয়নগর এর প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ব্যাংকার মুহাম্মদ তৌফিকুল ইসলাম প্রিয়ম ও টিটু’র সার্বিক সহযোগীতায় উক্ত মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (চর্ম, এলার্জি, যৌন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ) ডাক্তার মাসরুন মোস্তফা চৌধুরী।
সেবা নিতে আসা আওয়ামী লীগ নেতা মোর্শেদ আলম জানান, দীর্ঘ ১২ বছর যাবৎ চর্মের জটিল রোগে আমি ভুগতেছি, আমার এলাকায় চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে শুনে সেবা নিতে এসেছি। তিনি আরো বলেন এলাকায় চিকিৎসার জন্য এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ব্যাংকার ফারুক আহাম্মদ চৌধুরী বলেন, অভাবগ্রস্থ, সামর্থ হীন লোকদের কথা চিন্তা করে এবং সহজে ভালো ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা সেবা যাতে পেতে পারে সেই লক্ষ্যে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত ক্যাম্পে ৫ গ্রামের প্রায় ৩ শতাধিক চর্ম ও যৌন রোগীর চিকিৎসা সেবা সফল ভাবে প্রদান করা হয়েছে। অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে এইধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য যে ডা: মাসরুন মোস্তফা চৌধুরী সরাসরি ছাড়াও অনলাইনের (ইমু/হোয়াটসঅ্যাপ/ভাইবার) মাধ্যমে চর্ম ও যৌন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকেন।