বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ঝর্ণা দেখতে আসা ২ পর্যটকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ের অন্তর্গত কমলদহ এলাকার রুপসী ঝর্ণার কূপ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ জুলাই, ২০২৩ খৃ. রবিবার রাত প্রায় ০৮:০০ ঘটিকা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মীরসরাই ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া দুই জনের নাম হলো – চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির মোঃ আফসার (১৫), তার বাবার নাম মোঃ জামিল ও একই এলাকার মো আরিফ (১৮), যার বাবা হলেন মৃত রুপসী মিয়া। স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুর ১টায় চট্টগ্রাম শহরস্থ ফিরোজ শাহ কলোনি থেকে ৯ জনের একটি পর্যটক টিম মিরসরাই উপজেলাধীন ওয়াহেদপুর ইউনিয়নস্থ বড়কমলদহ রুপসী ঝর্ণায় ভ্রমণের উদ্দেশ্যে আসেন। ঝর্ণা থেকে ফেরার পথে ৯ জনের টিমের মধ্যে ২ জন ব্যক্তি নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস এবং মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগীতায় নিখোঁজ ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে মরদেহ দুটি মীরসরাই থানা পুলিশের হেফাজতে রয়েছে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজন নবম শ্রেণীর ছাত্র, অন্যজন ইলেকট্রিশিয়ান। লাশের সুরতহাল শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn