
মীরসরাই উপজেলা এসএসসি ব্যাচ-২০০০ কর্তৃক এক ইফতার মাহফিল ও এতিম শিশুদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
১৪ এপ্রিল, ২২ রমজান জুমাবার বিকেলে উপজেলার মিঠাছরা বাজারস্থ ‘ সাসা কমিউনিটি সেন্টার’এ আয়োজিত এ ইফতার মাহফিলে ৬০ জন এতিম শিশুর মাঝে ঈদ উপহার এবং নগদ অর্থ প্রদান করা হয়। মীরসরাই উপজেলার ৫টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এই ঈদ উপহার (পোশাক) ও নগদ অর্থ (সম্মানী) বিতরণ করা হয়। ঈদ উপহার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- জামিয়া রাহমানিয়া এতিমখানা, রহমতাবাদ ফারুকীয়া হাফেজীয়া মাদ্রাসা, ইউনিসিয়া মাদ্রাসা ও এতিমখানা, সুলতানিয়া মাদ্রাসা, মোহাম্মদীয়া মাদ্রাসা।
এসময় উক্ত ইফতার অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও উপজেলার ২০০০ ব্যাচের সদস্য সহ প্রায় তিন শতাধিক লোকের ইফতার ও খাবারের ব্যবস্থা করা হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমতাবাদ ফারুকীয়া হাফেজীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ অক্টোবর এসএসসি-২০০০ ব্যাচের কার্যক্রম সূচনা হয়ে ক্রমান্বয়ে সামাজিক কার্যক্রম, বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি, বন্ধুদের বিপদে সহযোগিতা করা সহ নানাবিধ সামাজিক কাজ করে আসছে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী ও ব্যাচের বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের বন্ধুদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করা হয়, পরে ২০২১ সালের ১২ মার্চ উপজেলার প্রসিদ্ধ পর্যটন স্পট ‘ মহামায়া লেক ‘ এলাকায় এসএসসি-২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলার আয়োজন করা হয়। যেখানে উপজেলার ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী নিবন্ধন করে ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।বর্তমানে মীরসরাই উপজেলা এসএসসি ২০০০ ব্যাচ ফেসবুক গ্রুপে ৮৭৫ জন সদস্য রয়েছে।