
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে জ্বলে অঙ্গার হলো প্রতিবন্ধী
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নস্ত মধ্যম ওয়াহেদপুর এলাকার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ এপ্রিল, ২০২৩ খ্রী. ( সোমবার৷) বিকালে নুরুল মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে জ্বলন্ত অঙ্গারে পরিণত হয় ফরিদা বেগম (৫০) নামে এক প্রতিবন্ধী। সে মধ্যম ওয়াহেদপুর গ্রামের সামছুল হকের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৪টার দিকে মধ্যম ওয়াহেদপুর এলাকার নুরুল মোস্তফার বাড়িতে চুলার আগুন থেকে উক্ত আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে একটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘরে থাকা প্রতিবন্ধী ফরিদা বেগম ঘটনাস্থলে নিহত হয়েছেন।
মীরসরাি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং এলাকা বাসির প্রত্যক্ষ সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।