মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ ফার্মেসিকে জরিমানা

যে ওষুধ মানুষ রোগ মুক্তির জন্য সেবন করে তা যদি মানহীন কোন কোম্পানীর হয় তবে ভোক্তা সাধারণ যাবে কোথায়? মানুষতো ডাক্তারদের কাছে বিশ্বাস করেই শরণাপন্ন হয়ে ব্যবস্থাপত্র গ্রহণ করে। সেই বিশ্বাসের ঘরই যেনো চুরি করে ব্যবসায় করছে চট্টগ্রামের মীরসরাইয়ের কয়েক ফার্মেসি ব্যবসায়ী।তেমনই অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে উপজেলায় ৯টি ফার্মেসি মালিককে ১ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে প্রেসক্রিপশ করার দায়ে তপন কান্তি নাথ নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩১মে ২০২৩ ( বুধবার ) উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসিগুলোতে চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, তার সাথে ছিলেন চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন। মীরসরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন – মীরসরাই উপজেলা সদরের রিমা মেডিকেল হল, চিশতিয়া মেডিকেল হল, মীর মেডিসিন হল, আলিফ মেডিকেল হল, জাহেদা মেডিকেল হল, এছাড়াও উপজেলার মস্তাননগর হাসপাতালের পাশে পপুলার মেডিকেল হল, ফাহাদ মেডিকেল হল, মেসার্স তবারক মেডিকেল, মেসার্স মস্তাননগর মেডিকেল হলে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়। এসময় মীরসরাই কলেজ রোডের চিশতিয়া মেডিকেল সেন্টারের জেনারেল ফিজিশিয়ান তপন কান্তি নাথকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn