
আওলাদে রাসুল (সা.) ও শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর ¯েœহধন্য, মী-রে মেহ্ফিলে সামা হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (র.)-এর ৬ষ্ঠতম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে রওজা প্রাঙ্গণে ১৫ মে সোমবার অনুষ্ঠিত হয়। ওরশ শরীফে উপস্থিত ছিলেন শাহাজাদা সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মান্নান, মোহাম্মদ আবুল কালাম ভা-ারী, মাওলানা ইউনুস, আলাউদ্দীন, মোহাম্মদ মুছা, সৈয়দ মোমিনুল হক রাশু, সৈয়দ জিয়াউল হক মামুন, আকরাম সাওদাগর, আলী নেওয়াজ, লায়ন ডা. বরুণ কুমার আর্চায বলাই, রেজাউল করিম লিটন, নুরুল ইসলাম, মোহাম্মদ হারুন।
Post Views: ১১৩