চট্টগ্রামের মীরসরাইয়ের সামাজিক ও মানবিক সংগঠন ‘ মিরসরাই সমাজকল্যাণ পরিষদ ‘ এর উদ্যোগে জোরারগঞ্জ ইউনিয়নের ১৮নং পরাগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়। ৩০জুন, ২০২৩খৃ. শুক্রবার বিকেল ০৩:৩০ ঘটিকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আরম্ভ হওয়া উক্ত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে। তাদের মধ্যে অন্যতম রক্তিম পরিবার ও উদয় জনকল্যাণ সংস্থা। মোজাম্মেল হোসেন মেজবার সঞ্চালনায় অনুষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি, সংগঠনের সদস্যদের মধ্যে খেলাধুলার আয়োজন ছিলো চোখে পড়ার মতো।এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশফের স্বত্বাধিকারী একরামুল হক সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সমাজকল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক সিকান্দার হোসেন রিমন, পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, আজীবন সদস্য আলমগীর হোসেন, পরাগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দোলা চোধুরী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. সালাহউদ্দীন চৌধুরী বলেন, ০১ অক্টোবর ২০২১ খৃ.সনে পথচলা শুরু করে এসংগঠন আজ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে কয়েকটি সামাজিক কাজ করেছে। তার মধ্যে রয়েছে গরীব ও অসহায় শিক্ষার্থীকে পড়ার খরচ প্রদান, লেখাপড়ার সরঞ্জাম প্রদান, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা দান, মসজিদে ঘড়ি প্রদান, বিভিন্ন দূর্যোগের ও আপদকালীন সময়ে দূর্যোগের আক্রান্ত এলাকায় সহায়তা দান, বৃক্ষ রোপন করা সহ বেশ কয়েকটি সামাজিক ও মানবিক কার্যক্রম। সামনে আমাদের লক্ষ্য হলো এসংগঠনকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া, যাতে করে এর ব্যানারে সারা দেশব্যাপী আমরা মানবিক ও সামাজিক কাজ করতে পারি। সে লক্ষ্যে তিনি তাঁর বক্তব্যে কিছু সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য তিনি সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক ও সাধারণ সদস্যসহ উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।