শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

মিরপুর পুলিশের অভিযানে এক এজাহারভূক্ত আসামি গ্রেফতার

মিরপুর পুলিশের অভিযানে এক এজাহারভূক্ত আসামি গ্রেফতার

 

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে মো: নাহিদ হাসান নামের এক এজাহারভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) মিরপুর থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে নাহিদকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নাহিদ হাসান কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের মোঃ আক্কাচ আলীর ছেলে।

জানা গেছে, আসামি নাহিদের বিরুদ্ধে মিরপুর থানার মামলা নং ১২, তারিখ-১৪/০১/২০২৫ খ্রি. ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৪২৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি।

এ বিষয়ে মিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn