শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

মিরপুরে ২৫ লিটার তাড়িসহ ৫ জন ও নিয়মিত মামলার এজাহার ভুক্ত ২ আসামীসহ মোট গ্রেফতার ০৭

মিরপুরে ২৫ লিটার তাড়িসহ ৫ জন ও নিয়মিত মামলার এজাহার ভুক্ত ২ সামামীসহ মোট গ্রেফতার ০৭

 

কুষ্টিয়ার মিরপুরে ২৫ লিটার গাঁজালো তাড়িসহ ৫ জন ও নিয়মিত মামলার এজাহার ভুক্ত ২ সামামীসহ মোট গ্রেফতার ০৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মিরপুর থানা পুলিশের দুইটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।

২৫ লিটার গাঁজালো তাড়িসহ গ্রেফতারকৃতরা-

১। মোঃ রফিকুল ইসলাম (৪৪), পিতা- আঃ সাত্তার, গ্রাম-পাহাড়পুর,

২। মোঃ শিপন (২১), পিতা- ছুরাপ আলী,

৩। মোঃ তপু বিশ্বাস (২১), পিতা- নাসির উদ্দীন, উভয় গ্রাম-আটিগ্রাম,

৪। মোঃ মুসা (২৬), পিতা- মোঃ করিম ফকির, গ্রাম- শিমুলিয়া,

৫। মোঃ আসমান (২৬), পিতা- মৃত লতিফ মন্ডল, গ্রাম- নওদাপাড়া,

মিরপুর থানার মামলা নং-২০ তাং-২২/০১/২০২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড

এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়-
৬। জিসান (২২), পিতা-মৃত আশরাফুল ইসলাম,
৭। ইসরাইল (৫০), পিতা-মৃত রজব আলী, উভয় গ্রাম-কাজীপুর, সর্ব থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া।

গ্রেফতারকৃত (১-৫) নং আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn