সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ,  নিহত-০২, আহত অন্তত: ০৩

মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ,  নিহত-০২, আহত অন্তত: ০৩

 

 

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: তিনজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কস্থ মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

নিহত তানিয়া আক্তার (৩২) ভেড়ামারা উপজেলার গোপিনাথপুর গ্রামের আবুল কালামের মেয়ে। আরেকজন নিহতের নাম জানা সম্ভব হয়নি। তার নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আহতরা সবাই সিএনজি যাত্রী।

আহতরা হলেন- আহসান হাবিব, হুমায়ুন ও আফিজা। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, কয়েকজন যাত্রীসহ একটি সিএনজি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। এসময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনায় ঘটে। এতে এক নারী যাত্রীসহ ২ জন ঘটন্থলেই মারা যান। এসময় আহত হয় আরও তিনজন। তাদের  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn