সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মিরপুরে জেলের জালে ধরা পড়া কুমিরকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্তকরণ

মিরপুরে জেলের জালে ধরা পড়া কুমিরকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্তকরণ

 

কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া কুমিরটিকে অবমুক্ত করেছে কুষ্টিয়া বন বিভাগ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদী থেকে জেলে শরিফুল ইসলামের জালে ধরা পড়ে প্রায় ১০ ফুট লম্বা কুমিরটি।

জেলে শরিফুল ইসলাম ও তার সহযোগীরা জানান, সকালে মাছ ধরার জন্যই পদ্মা নদীতে জাল ফেলেন। প্রথমে বড় কোনো মাছ আটকা পড়েছে ভাবলেও জাল কাছে আসার পর দেখতে পান জালে একটি কুমির আটকা পড়েছে।
কুমির দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও পরে কৌশলে জাল টেনে নদীর পাড়ে এসে স্থানীয় লোকজনকে খবর দেয়। এরপরই সেখানে জড়ো হন উৎসুক জনগণ। জনগণের সহায়তায় কুমিরটি ধরে বেঁধে ফেলি।পরে বন বিভাগ কুমিরটি নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়াস্থ বিভাগীয় বন-কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে কুমিরটিকে অবমুক্ত করা হয়েছে। কুমিরের বাসযোগ্য স্থান মিঠা পানি। সেখানে ছেড়ে দেয়া হয়েছে। নদী-তীরবর্তী মানুষদের সতর্কতা করার জন্য মাইকিংসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn