মিরপুরে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও ১৪৮বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার
কুষ্টিয়ার মিরপুরে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও ১৪৮বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর থানার এসআই (নিঃ)/ফিরোজুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ শাহজাহান বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি এলাকা হতে মিরপুর হয়ে কুষ্টিয়া গামী একটি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৭১১৬ তল্লাশী করে। তল্লাশিকালে ট্রাক চালক কাম মালিক মোঃ আদিল হোসেন (৩২), পিতা-মোঃ আঃ সাত্তার মোল্লা, গ্রাম-পূর্ব মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে উক্ত ট্রাকের সীটের পিছন দিকের একটি সাদা প্লাষ্টিকের বস্তায় ১৪৮ (একশত আটচল্লিশ) বোতল ফেন্সিডিল এবং ট্রাকের ড্যাশবোর্ড হইতে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।