শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিয়ানমার সীমান্তে স্থলমাইন্ড বিস্ফোরণে যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সুরুত আলম (৪০) নামে এক কাঠুরিয়ার পা উড়ে গেছে। এছাড়া মুখমণ্ডলসহ শরীরের স্পর্শকাতর স্থানে গুরুতর জখম হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার চাকঢালা এলাকার চেরার মাঠ সীমান্তের ৪৪ পিলারের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত সুরুত আলম উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা চেরার মাঠ সীমান্তের ৪৪ পিলার দিয়ে মিয়ানমারের ওপার থেকে জ্বালানি কাঠ আনতে যায় সুরুত আলম নামে এক বাংলাদেশি। এ সময় মাইন বিস্ফোরণে কাঠুরিয়ার মুখমণ্ডল জ্বলসে গেছে, বাম পা বিছিন্ন হয়ে যায় এবং স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখা যায়।

এলাকাবাসী খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির পুরো মুখমণ্ডল জ্বলসে গেছে এবং বাম পা উড়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn