সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

মিমি সুপার মার্কেটে আপ্সারা বাই অন্তরার নতুন আউটলেট চালু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নতুন আউটলেট চালু করেছে আপ্সারা বাই অন্তরা। যেখানে রয়েছে হজ্ব ও ওমরাহ কালেকশন, মালেয়শিয়ান হিজাব, খিমার কালেকশন,  ইন্দোনোশিয়ান হিজাবসহ নান্দনিক সব মডেস্ট কালেকশান। পাশাপাশি রয়েছে মডেস্ট ট্রেন্ডের বোরকা, আবায়া, কুর্তি,টপ,শার্ট, প্যান্ট, স্কার্টসহ নান্দনিক সব কালেকশন।

শুক্রবার (২২ ডিসেম্বর) প্রথমে দোয়া মোনাজাত এবং পরে ফিঁতা ও কেক কেঁটে আউটলেটটির উদ্বোধন করা হয়। এসময় আউটলেটির নতুনত্বে ভরা পোষাক দেখে এর উত্তোরত্তর সফলতা কামনা করেন অতিথিরা। পাশাপাশি চট্টগ্রামে আউটলেট চালু করায় বেশ উচ্ছ্বাসিত ক্রেতা দর্শনার্থীরাও।

আউটলেট চালুর প্রথমদিনেই আপ্সারা বাই অন্তরায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ছিলো জমজমাট। এসময়  চট্টগ্রামে নতুন আউটলেট চালু করতে পেরে খুশি ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার অন্তরা হাসিব। সেই সাথে সপ্তাহব্যাপী ৭০% পর্যন্ত ডিসকাউন্টের কথাও জানান তিনি।

চট্টগ্রামে আউটলেট চালু করতে পেরে বেশ আনন্দিত এর স্বত্বাধিকারী শাফিউল হক ও পরিবারের সদসবৃন্দরাও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn