
মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জন নিহত
শনিবার (২২ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। ঘটনায় ৪ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। আহত কমপক্ষে ২২ জন। অত্যন্ত দ্রুতগতিতে ওই যাত্রীবাহী বাসটি যাচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, মালঞ্চ থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। বাসন্তী হাইওয়ের উপর জয়গাঁ এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই এক মহিলা সহ ৪ জন মারা যান বলে খবর। দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার কমপক্ষে ২২ জন গুরুতর আহত। তাঁদের উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা যায়, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। সে সময় উল্টো দিক থেকে অন্য একটি গাড়ি এসে পড়ে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। রাস্তার ধারেই একটি চায়ের দোকান ছিল। সেখানে ঢুকে যায় বাসটি। দোকানের দেওয়াল ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। সে সময় দোকানের ভিতর কমপক্ষে ৮ জন ছিলেন। তারা প্রত্যেকেই বাসের নিচে চাপা পড়েন। অনেকেই বাসের নিচে আটকে রয়েছেন বলে খবর। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিনাখাঁ থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছেছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।