রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মিনহাজুল কোরআন ইউ কে আয়োজিত শিক্ষা সেমিনারে যোগদানে যুক্তরাজ্য গমণ এম এ সবুরের

মিনহাজুল কোরআন ইউ কে আয়োজিত শিক্ষা সেমিনারে যোগদানে যুক্তরাজ্য গমণ এম এ সবুরের

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল আয়োজিত ২৬-২৮ আগস্ট তিন দিনব্যাপি “ইউনিভার্সিটি অব ওয়ারউইক”-এ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক শিক্ষা ক্যাম্পে যোগ দিতে আগামীকাল ২৪ আগস্ট রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হবেন এম এ সবুর।
Spritual Company and Travelling Towards Allah (SWT) বিষয়কে মূল প্রতিপাদ্য রেখে উক্ত শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক শাইখ উল-ইসলাম আল্লামা প্রফেসর ডক্টর মুহাম্মদ তাহির উল কাদরী। এতে বিশ্বের প্রায় ৯০টি দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধির সাথে মত বিনিময় করবেন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর হাসান মহিউদ্দীন ক্বাদরী ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর হোসাইন মহিউদ্দীন ক্বাদরী। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আরো যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা লডারডেইল লেইক সিটি’র চীফ ইঞ্জিনিয়ার, নগর পরিকল্পনাবিদ মাকসুদ মুহাম্মদ নাসির ভাইজান ও সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর আব্দুল বাতেন মিয়াজি ভাইজান প্রমুখ। বিভিন্ন ব্যস্ততার কারণে ও সময়ের অপ্রতুলতায় অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীগণের সাথে যোগাযোগ করতে পারেনি, কথা বলতে পারেনি , দোয়া নিতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এম এ সবুর।
এ সফরের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, যেন সফলতার সাথে মিশণ সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন তিনি। এম এ সবুরের ইউ কে মোবাইল নাম্বার – +৪৪৭৪৪০৭৯১০৫৩.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn