শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্যোগে  বসন্ত উৎসব উদযাপন ও বৈঠকী আড্ডা 

মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্যোগে  বসন্ত উৎসব উদযাপন ও বৈঠকী আড্ডা

 

আজ ৯ ই মার্চ রবিবার , কাশিপুর, রতন বাবু রোডের সংযোগস্থলে, মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্যোগে, বসন্ত উৎসব উদযাপন এবং বৈঠকে আড্ডা হয়ে গেল।

এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়, ‌ একটি সুন্দর সঙ্গীত এর মধ্য দিয়ে এবং সকল ভ্রমণ সাথীদের উপস্থিতিতে, প্রথম তম বর্ষে পদার্পণ করল এই বসন্ত উৎসব উদযাপন, নাচে গানে কবিতায় ও আড্ডায় এবং তার সাথে সাথে ভ্রমণ সাথীদের ভ্রমণের কিছু কথা ও অভিজ্ঞতা নিয়েই এই অনুষ্ঠান সুন্দরময় হয়ে ওঠে, এবং যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছেন, মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে তাদের হাতে সম্মান তুলে দেন। দূর দুরান্ত থেকে বহু শিল্পী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার শুভেন্দু ঘোষ ও সীমা ঘোষ, সুদীপ্ত ঘোষ , এছাড়া উপস্থিত ছিলেন , যাহারা সব সময় পাশে থেকে থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন , গৌতম দে , মদন মন্ডল , অরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা।

বসন্ত উৎসব মানেই ছোট থেকে বড়দের একটা আলাদা রঙিন উৎসব, রং বেরঙের আবীর মেতে উঠবে সকল সম্প্রদায়ের মানুষ, বেজে উঠবে রবীন্দ্রনাথের সেই বসন্তের গান, গাছে গাছে ডেকে উঠে কোকিলের সুর, বসন্তকে আহবান করে আনে।

কিন্তু মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের যে বসন্ত উৎসব একটু অন্য মাত্রা এনে দিল সকলকে, জানা গেল যাহারা মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের সাথেযুক্ত সেই সকল, ভ্রমণ পিপাসুর পরিবার ও বাচ্চাদের নিয়েই আজকের এই আড্ডা ও বসন্ত উৎসব পালন, ছোট ছোট বাচ্চাদের নাচ ও গানের মধ্য দিয়ে আলোকিত হল আজকের অনুষ্ঠান, যাহারা মা সারদার ট্যুর এন্ড ট্রাভেলসে বেড়াতে যান, আমাদের অভিজ্ঞতাও তুলে ধরলেন আজকের এই অনুষ্ঠানে, এবং কৃতজ্ঞতা জানালেন তাদেরকে নিয়ে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং উৎসাহিত করার জন্য, আগামী দিনে আরও বড় করে এই বসন্ত উৎসব হোক এই কামনা করি।, ধন্যবাদ জানাবো মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের সকল পরিবারকে, যেভাবে আমাদেরকে একটি পরিবারে পরিণত করেছে। সবাইকে নিয়ে পথ চলা শুরু করেছে, নতুন প্রজন্মের এই ছোট ছোট ছেলেদের আরও এগিয়ে নিয়ে যাক। আরো উৎসাহিত করুক। তাহার সাথে সাথে মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলস আরো বড় হয়ে উঠুক , আরো বড় পরিবার তৈরি করুক ,এই কামনাই সবার রইল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn