
ময়মনসিংহের ভালুকায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়ায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা জেলার বাহারবাগ গ্রামের জাহিদ হাসান স্ত্রী সিনথিয়া আক্তার (২৭) ও সাড়ে তিন বছরের মেয়ে আয়েশাকে নিয়ে ভালুকা উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়ায় বসবাস করেন। জাহিদ স্থানীয় একটি পিএ নিট ওয়্যার লিমিটেডে সুপারভাইজার পদে চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে সোমবার রাতে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেন। পরে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী জাহীদ হাসান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
Post Views: ১২০