শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

‘মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন অভিনেত্রী কাজল

“মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন অভিনেত্রী কাজল

 

আজ ২২শে মে বৃহস্পতিবার, ঠিক সকাল সাড়ে দশটায়, ” মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে পুজো দিলেন, বলিউড অভিনেত্রী কাজল, “মা “ছবিটি মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে ২৭শে জুন। তিনি মন্দির পরিদর্শন এবং আশীর্বাদ গ্রহণের সময় কাজলকে অলৌকিক শাড়িতে একেবারেই অত্যাশ্চর্য রূপে দেখা যাচ্ছিল। তিনি পুজো দিয়ে বলেন এটি আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্র গুলির মধ্যে একটি।

বিশাল ফুরিয়া পরিচালিত এবং সাইউইন কোয়াডাস রচিত , জিও স্টুডিও এবং দেবগন ফিল্মস দ্বারা উপস্থাপিত , অজয় দেবগন এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত, কুমার মঙ্গত পাঠকের সহ প্রযোজনায়, “মা” ছবিটি মুক্তি পেতে চলেছে, “মা’ ছবিতে কাজল ও আরো দুই চরিত্রে রয়েছেন রনিত রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ছবিটি মানুষের মন জয় করবে বলে আশা করা যায়। একটি অন্যরকম চিত্র মানুষের মনে ফুটে উঠবে।

মা” ছবিটি ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধের একটা বার্তা বয়ে নিয়ে যাবে, মেরুদণ্ড- ঠান্ডা সাসপেন্স এবং তীব্র নাটকীয়তা প্রদান করবে বলে জানা যায়।

পুজো দিয়ে অভিনেত্রী কাজল সাংবাদিকদের মুখোমুখি হলে, তিনি একটাই কথা বলেন, এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে হয়, এটি আমার কাছে একটি শ্রেষ্ঠ চরিত্র, তিনি বলেন আজ আমি মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিলাম, আমি মা কালীর ভক্ত, তিনি বলেন আমার অভিনীত ছবি ” মা” মুক্তি পেতে চলেছে। তাই একটি জোরালো বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন, তবে এইটুকু বলব, পরিচালক যেভাবে ছবিটি তৈরি করেছেন আশা করি সকল দর্শককে মুগ্ধ করবে।, ছবিটি না দেখলে বলা মুশকিল, ছবিটি দেখুন ভালো-মন্দ আপনাদের কাছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn