মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মালদায় ট্রাক্টরের ধাক্কায় টোটোর চালক নিহত

মালদায় ট্রাক্টরের ধাক্কায় টোটোর চালক নিহত

 

 

দাঁড়িয়ে থাকা একটি টোটোকে ধাক্কা মারল একটি ট্রাক্টর। ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালকের। আহত হয়েছেন আরও ২ জন যাত্রী। ঘটনার পর থেকেই পলাতক ট্রাক্টরের চালক। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদার সামসীতে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত টোটো চালকের নাম ইশা আলি (৫০), বাড়ি রতুয়া ২ ব্লকের লক্ষীপুর গ্রামে। এদিন এই দুর্ঘটনার পর চালকসহ ৩ জনকে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আহত ২ জন যাত্রীর চিকিৎসা চলছে। পুলিশ ঘাতক ট্রাক্টর ও টোটোটিকে উদ্ধার করে সামসী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পলাতক ট্রাক্টর চালকের খোঁজে তল্লাশি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn