
মালদায় ট্রাক্টরের ধাক্কায় টোটোর চালক নিহত
দাঁড়িয়ে থাকা একটি টোটোকে ধাক্কা মারল একটি ট্রাক্টর। ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালকের। আহত হয়েছেন আরও ২ জন যাত্রী। ঘটনার পর থেকেই পলাতক ট্রাক্টরের চালক। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদার সামসীতে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত টোটো চালকের নাম ইশা আলি (৫০), বাড়ি রতুয়া ২ ব্লকের লক্ষীপুর গ্রামে। এদিন এই দুর্ঘটনার পর চালকসহ ৩ জনকে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আহত ২ জন যাত্রীর চিকিৎসা চলছে। পুলিশ ঘাতক ট্রাক্টর ও টোটোটিকে উদ্ধার করে সামসী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পলাতক ট্রাক্টর চালকের খোঁজে তল্লাশি চলছে।
Post Views: ৫৪