সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মালদহে মদ‍্যপ অবস্থায় গালিগালাজ প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুন

মালদহে মদ‍্যপ অবস্থায় গালিগালাজ প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুন

 

 

শনিবার (১৫ মার্চ) হোলির রাতে ভারতের পশ্চিমবঙ্গের মালদহে যুবককে কুপিয়ে খুন। আহত হয়েছেন আরও এক যুবক। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত যুবকের নাম বিকাশ ঘোষ (২৮)। পেশায় চা বিক্রেতা ছিলেন। রঙের উৎসবের রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জের চরিঅনন্তপুর এলাকা দিয়ে মোটর বাইকে করে বিকাশ বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন যুবকের এক আত্মীয়। সেই সময় অভিযুক্ত মনোজ ঘোষ মদ‍্যপ অবস্থায় তাকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ, তার প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক হাঁসুয়া দিয়ে বিকাশের উপর হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপ মারতে
থাকে বলে অভিযোগ। আহত হন যুবকের সঙ্গে থাকা তাঁর আত্মীয়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিকাশকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন আশঙ্কাজনকভাবে মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn