
মার্কিন সফরের মধ্যেই মোদির বিমানে জঙ্গি হামলার হুমকি, গ্রেফতার ১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে তাঁর বিমানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে এসেছিল ফোন। মুম্বই পুলিশের কন্ট্রোল রুম ফোনটি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে। বিমান ছাড়ার আগে চালানো হয় তল্লাশি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে জানানো হয়েছে। মুম্বই কন্ট্রোল রুম তরফে জানানো হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তাদের কাছে একটি ফোন আসে। সেই ফোনে দাবি করা হয় মোদির বিমানে জঙ্গি হামলা হতে পারে। বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত পুলিশের তরফে অন্যান্য নিরাপত্তা সংস্থার কাছে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। ৪ দিনের সফরে ফ্রান্স ও আমেরিকা গিয়েছেন মোদি। বুধবার (১২ ফেব্রুয়ারি ) তাঁর আমেরিকায় পৌছনোর কথা। এর আগে ফ্রান্সে তাঁকে উষ্ণ
অভ্যর্থনা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বন্ধু মোদিকে আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিশেষ নৈশ ভোজের আয়োজন ও করা হয় প্রেসিডেন্টের তরফে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) তিনি যোগ দেন এ আই সম্মেলনে। সেখানে কৃত্রিম বুদ্ধি মত্তার ভালোও খারাপ দিকগুলির কথা তুলে ধরেন। ১৪ তম ভারত- ফ্রান্স সিইও ফোরামে উপস্থিত হয়ে বিশ্বকে ভারতে বিনিয়োগের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,” ২০৪৭ সালের মধ্যে ১০০ জিগাওয়াট পারমাণবিক শক্তি তৈরির লক্ষ্যে কাজ করছি। সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের জন্যও এর দরজা খুলে দেওয়া হয়েছে।” পাশাপাশি বর্তমান ভারত যে শিল্প বান্ধব দেশে পরিণত হয়েছে সে কথা তুলে ধরে মোদি বলেন,” গত দশকে ভারতের বিরাট পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। আমরা আমাদের দেশে এক শিল্প বান্ধব পরিবেশ তৈরি করেছি। এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ। শীঘ্রই আমার দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতির ঘরে ঢুকতে চলেছে।”
Post Views: ৪৫