রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

‘মানুষের অধিকার আদায়ের জন্য প্রার্থী হয়েছি’

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মোমবাতি প্রতীকের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন,ফটিকছড়ি পীর আউলিয়ার পূর্ণভুমি। সুন্নীয়তের উর্বর ভুমি। অধিকারহারা মানুষের অধিকার আদায়ের জন্য প্রার্থী হয়েছি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করা।নির্যাতিত মানুষদের অধিকার নিশ্চিত করতে সত্য ন্যায়ের পক্ষে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে কলমের কালি শানিত হোক।খেদমত করার সুযোগ চাই। লাখো কর্মীকে ঘরে ঘরে দাওয়াত পৌছানোর নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের।

বর্ধিত সভায় বিশেষ অথিতি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওলানা মছিউদ্দৌল্লাহ, অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এম এনামুল হক সিদ্দিকী, প্রচার উপ-কমিটির সদস্য মাওলানা শহিদুল আলম আল হাদী, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

ফটিকছড়ি উপজেলার সভাপতি মঈনুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মো. মামুন, ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট হামিদ উল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মো. ইদ্রিস হায়দায়,এরশাদুল আলম, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, ফয়েজুল আলম চৌধুরী, জোনায়েদ হোসেন, আবু বকর সিদ্দিক, শফিউল আলম,হামিদুল্লাহ, নুরুদ্দীন আলকাদেরী, মো. তারেক,এমরান,ইয়াকুব মানিক, আমান উল্লাহ্ আমান প্রমুখ।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn