রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

মানাপ বিংশ মানবাধিকার নাট্য উৎসব-২৩ পালিত

মানাপ বিংশ মানবাধিকার নাট্য উৎসব-২৩ পালিত

 

“মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজেকে করো জয়”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ মানাপের নাট্য উৎসব উদযাপন হয়েছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল তিন ঘটিকায় নওগাঁ ডানা পার্কে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর সঞ্চলনায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মাসুদ রানা চেয়ারম্যান, ডানা পার্ক, নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতাবাদী চন্দন কুমার দেব ও মোঃ বেলাল সরদার উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখা। খন্দকার আব্দুর রউফ পাভেল ও মেহেদী হাসান অন্তর সাংবাদিক, সমাজসেবক, এ. কে. এম ফজলে মাহমুদ চাঁদ সমাজসেবক ও সংগঠক।

বক্তারা বলেন, অন্ধকার বেড়াজাল ছিন্ন করে মুক্তচিন্ত, মুক্তবুদ্ধি, গণতান্ত্রিক, ন্যায় ও সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখে মানাপ। মানাপ স্বপ্নকে সবার স্বপ্নে পরিনত করার ব্রত নিয়েছে। মানাপ পরিবার ১৯৪৮ সালে কুষ্টিয়ার একটি গ্রাম থেকে ক্ষুদ্র পরিসরে শুরু করে। মানাম নির্যাতিত, নিপিড়ীত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নাটকের মাঝে প্রকাশ করে।

উল্লেখ্য, এসময় নওগাঁর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের থেকে আগত মানাপের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn