সোমবার - ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানবিক উত্তর ফটিকছড়ির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ২১ টি সেলাইমেশিন বিতরণ

সাজ্জাদ হোসেন ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মানবিক উত্তর ফটিকছড়ি নামে একটি মানবিক সংগঠনের ব্যানারে অসহায় দুস্থদের মাঝে ২১ টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকালে উপজেলার ভুজপুর থানাধীন জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এসব সেলাইমেশিন বিতরণ করা হয়।

মূলত মানবিক উত্তর ফটিকছড়ির উদ্যোগে সংগ্রহকৃত যাকাত ফান্ড থেকে এলাকার পিছিয়ে পড়া দুস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন।

এসময় হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজি সেলিম উল্লাহর সভাপতিত্বে মাস্টার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ হাট আর্দশ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব জহুরুল ইসলাম হোসাইনী।প্রধান আলোচক ছিলেন মানবিক উত্তর ফটিকছড়ির অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আহমদ খালেদুল আনোয়ার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদিনা প্রবাসী মাওলানা মহিউদ্দিন আহমদ, শান্তির হাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক,ডাক্তার এমদাদুল ইসলাম, ইলিয়াস মেম্বার, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার হাসান, বনানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মাওলানা তৌহিদুল আলম,মাওলানা এস এম গোলাম কিবরিয়া,আলহাজ্ব আবদুল আলিম, মাস্টার আবুল হোসেন, শান্তির ম্যানেজার দেলোয়ার হোসেন, গ্রামীণ ব্যাংকের অফিসার আলমগীর আহমদ মাজেদুল আনোয়ার ,ছাত্রনেতা ইব্রাহীম, আবুল কালাম, ওসমান গনি আইয়ুব খান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn