রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মানবিক আবেদন

মানবিক আবেদন
………………………

একজন পরম পূজনীয় বৌদ্ধ পুত্রের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসুন। চট্টগ্রাম জেলাধীন বাঁশখালীর শীলকূপ গ্রামের জম্মজাত ও বিদর্শন আচার্য বিমুক্তিবারিধী ভনন্ত রত্নপ্রিয় মহাস্থবিরের প্রাণ প্রিয় শিষ্য ভদন্ত আনন্দবোধি মহাথেরো ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।

তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত। মাথায় এখন হাড় নেই, হাড় ৬ মাসের মধ্যেই লাগানো খুবই জরুরি অন্যতায় রোগ আরো জটিল হতে পারে। সদ্ধধর্মের সকল বৌদ্ধ ধর্মের ভিত্তশালী নর-নারীদের পরম শ্রদ্ধেয় পূজনীয় ভান্তের চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। ভান্তের
চিকিৎসা সহযোগিতায় নগদ নম্বর- ০১৮৬০৯৪৩৩৯৪ এ যে কেউ আর্থিক সহায়তা পাঠাতে পারেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn