সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান

চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা
মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান

মানবাধিকার পরিস্থিতি এখন বিশ্বজুড়ে চরমভাবে লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশেও প্রতিনিয়তই মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হচ্ছে। কেবলমাত্র মানবাধিকার দিবস এলেই মানবাধিকার সংগঠনগুলো সরব ও সোচ্চার হয়।বিশ্বজুড়ে বিচার বহির্ভূত হত্যাকান্ড, আইনী সহায়তা না পাওয়া সহ নানাভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে । কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর সরব প্রতিবাদ লক্ষনীয় নেই। বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনগুলো ও মানবাধিকার কর্মীদের আরও জোড়ালো ভূমিকা পালন করতে হবে।

জাতীয় মানবাধিকার সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় কমিটির সভাপতি ও মানবাধিকার নেতা মো: হাসান মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈষম্যরোধে সংস্কার আন্দোলনের চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিকনেতা হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, মানবিক কাজে রাজনীতিকে গুরুত্ব না দিয়ে মানুষের মানবিকতা ও মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। মানবাধিকার কর্মীদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব ও লেখক মো: কামাল উদ্দিন, এ্যাড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টন।

প্রধান আলোচক হিসেবে ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।

সংগঠননের বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস, মো: আবুল হোসেন, এম এ হাশেম, মো: কালিম শেখ, দপ্তর সম্পাদক মো: জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ুব, মহিলা সম্পাদক সাবরিনা আফরোজা, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়জী, মোহাম্মদ ইউসুফ, আসিফ ইকবাল, মোহাম্মদ রফিক, লিটন বড়ুয়া, মো: মাসুদ রানা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn