বৃহস্পতিবার - ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মানবকূলের অস্তিত্ব সুরক্ষায় দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই- অধ্যক্ষ ইব্রাহীম আখতারী

প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানমাত্রিক কর্মকাণ্ডের দরুন বিপন্ন পরিবেশ। এটি কোনো গোষ্ঠী কিংবা জাতি বিশেষের নয়, বরং তাবৎ মানবজাতির জন্য উদ্বেগজনক। মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে এবং মানবকূলের অস্তিত্ব সুরক্ষায় দূষণমুক্ত নির্মল পরিবেশের কোন বিকল্প নেই। প্রধান বক্তা ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সচিব যুবনেতা এস. এম আবু ছাদেক সিটু বলেন- বাস্তবতা হলো বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ভারত ও চীনের পরে বাংলাদেশের অবস্থান। অপরদিকে বড় শহরগুলোর মধ্যে দূষণের দিক দিয়ে বিশ্বে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি না হলে ভবিষ্যতে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়বে বাংলাদেশ। সুতরাং পরিবেশ এর আশু সুরক্ষায় প্রয়োজন অধিকতর সচেতনতা। আর আত্নসচেতনতার মাধ্যমেই রক্ষা করা সম্ভব প্রকৃতি ও পরিবেশকে । ফলে বাঁচবে পৃথিবী, বাঁচবে মানবজাতি।
ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার যৌথ উদ্যোগে ৫ জুন’২৩ ইং সোমবার সকাল ১০ টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “বিচ ক্লিনিং” কর্মসূচির প্রাক্কালে কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তার  বক্তব্য দানকালে তারা উপরোক্ত মন্তব্য করেন। এই  কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক যুবনেতা খ.ম জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সচিব ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ  মাওলানা শামসুদ্দোহা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা জিয়াউর রহমান, কক্সবাজার উত্তরের সভাপতি মাওলানা আজিজ কাদেরী,  ইসলামিক যুবফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য সচিব এস এম আবুছাদেক ছিটু। ইসলামিক যুবফ্রন্ট কক্সবাজার জেলার আহবায়ক হাফেজ আবুল হাশেম,  ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ ফরিদুল হক, আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আজাদুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল হক,  যুবফ্রন্ট চট্টগ্রাম নগরের সচিব মুহাম্মদ ইউসুফ কবির, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগরের সভাপতি ছাত্রনেতা কাউসারুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহাম্মদ রাসেল, ইসলামিক ফ্রন্ট নেতা মুহাম্মাদ সাজ্জাদুল ইসলাম,  এম আতিক উল্লাহ চৌধুরী,  উত্তর জেলা যুবফ্রন্টের যুগ্ম সচিব ইন্জিনিয়ার মুহাম্মদ হোসাইন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সম্পাদক মাসরুর রহমান, মাওলানা সেলিম উদ্দিন, জিল্লুর রহমান কুতুবী,  আরিফুর রহমান, নাছির উদ্দীন, মুহাম্মাদ মুনির হোসাইন প্রমুখ
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn