সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে হাফেজ মাহমুদুল হাসান Ntv তে Yes Card প্রাপ্ত হয়েছেন

মাধবপুরে হাফেজ মাহমুদুল হাসান Ntv তে Yes Card প্রাপ্ত হয়েছেন

 

 

পবিত্র মাহে রমজানে ইফতারের পূর্বে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা NTV সম্প্রচারিত PHP কুরআনের আলো-২০২৫ এর মৌলভীবাজার জেলা বাছাইপর্বে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা-রতুলী এর মেধাবী ছাত্র হাফেজ মোঃ মাহমুদুল হাসান Yes Card প্রাপ্ত হয়েছেন।

হাফেজ মোঃ মাহমুদুল হাসান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মোঃ নুর আলমের পুত্র। তার বয়স ১৩। মা বাবার স্বপ্ন সে বড় মাওলানা হবে।

মাহমুদুল এর বাবা নুর আলম বলেন, আল্লাহ তায়ালা যেন চুড়ান্ত পর্যায়ে আশাতীত কাময়াবী দান করেন এই দোয়া প্রত্যাশা কামনা করেন।তিনি আরও বলেন আমার ছেলেকে উচ্চ পর্যায়ে পড়াশোনা করিয়ে আলেম হওয়ার স্বপ্ন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn