সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন দৃষ্টি প্রতিবন্ধি সাজু মিয়া

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন দৃষ্টি প্রতিবন্ধি সাজু মিয়া

 

হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৯৯তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে।

গত মঙ্গলবার বিকেল ৪টায় মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া ম্যানেজার বাংলোতে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর মোঃ সাজু মিয়া(৪০) ঘর নির্মাণের আর্থিক সহায়তা প্রদান করেন অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ।

এসময় উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপে সদস্যরা, মুফতী শফিকুল ইসলাম ডালিম,খাইরুল ইসলাম খান,শেখ ইমন আহমেদ, সেলিম মিয়া,ক্যাশিয়ার হামিদুর রহমান, শামসুল ইসলাম পরশ,আব্দুল মৌলা খান,রাসেল আহমেদ,ইয়াকুব আলী,সিদ্দিক মিয়া,বাছির মিয়া,আলী আহমেদ,রোকন আহমেদ, মশিউর রহমান মামুন,কাজী মোস্তাক,সুলতান আলম,সাব্বির হাসান,আল আমিন ইসলাম,সামছু উদ্দিন, আঃ মমিন,হান্নান শাহ,চন্দন কর্মকার,শেখ ইয়াছিন,সুহান মিয়া,নয়ন মিয়া,আঃ মাহমুদ, মোঃ বেলাল,জসীম,শুভ দেব,জালাল মিয়া,জুয়েল, মোহাম্মদ আলী,মেহেদী হাসান,এনামুল ইসলাম, মোহাম্মদ ফারুক,হান্নান শাহ প্রমুখ।

স্বচ্ছতা গ্ৰুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্ৰুপের মাধ্যমে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এরকম মানবিক কাজ অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn