
মাধবপুরে শিল্পপতি সৈয়দ মোঃ গালিব আহমেদ মৃত্যুতে বৃহস্পতিবার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজে হাজার হাজার মুসল্লির ঢল
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নে ইটাখোলা সাহেব বাড়িতে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে সাবেক সংসদ সদস্য , জাতীয় সংসদের হুইপ , জাতীয় পার্টি সাবেক কৃষি প্রতিমন্ত্রী এবং সায়হাম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ মোঃ কায়সার আহমেদ এর কনিষ্ঠ ছেলে শিল্পপতি সৈয়দ মোঃ গালিব আহমেদ (৫৫) এর দ্বিতীয় জানাজা নামাজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বাদ জোহর নামাজের পর সম্পন্ন হয়েছে । জানাজা নামাজ শেষে তাঁর নিজ বাড়ির পারিবারিক করব স্থানে দাফন করা হয় । এদিকে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় গত বুধবার এশার নামাজের পর রাজধানীর ঢাকা গুলশান – ২ কেন্দ্রীয় আজাদ মসজিদে । সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি জেলা সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল আহমেদ সাবেক এমপি , মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত বার বার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও জেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান – ১ সৈয়দ মোঃ শামিম আহমেদ এর ভাতিজা । সৈয়দ মোঃ শাহজাহান গত মঙ্গলবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন , গত মঙ্গলবার হঠাৎ করে বুকে ধড়পড় ও ব্যাথা শুরু হলে এবং সাথে সাথে শিল্পপতি সৈয়দ মোঃ গালিব আহমেদকে রাজধানীর গুলশান – ২ বারিধারা ইউনাইটেড হসপিটালের ভর্তি করেন । চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টা দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর সহধর্মিণী , এক ছেলে , এক মেয়ে , অসংখ্য আত্মীয় স্বজন সহ অনেক গুন গ্রাহী রেখে গেছেন । তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি , উপজেলা প্রশাসন , সাংবাদিক , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও আত্মীয় স্বজনরা আসে। এছাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসলে অনেকেই নিরবে কান্না দেখা যায় । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , ব্যবসায়ী , বিভিন্ন পেশার লোকজন , এলাকার মুরুব্বিরা ।